স্যানিটাইজার মেশিনের পরে বৈদ্যুতিক মাস্ক আবিষ্কার রায়গঞ্জের বাপ্পার

0
53

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে অটোমেটিক স্যানিটাইজ মেশিন বানানোর পর, এবার বৈদ‍্যুতিক মাস্ক। এমন ভাবেই একের পর এক জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ে কর্মরত অস্থায়ী এই ল্যাব সহকারী বাপ্পা রায়।

Bappa ray | newsfront.co
বাপ্পা রায়, বৈদ‍্যুতিক মাস্ক উৎপন্নকারী। নিজস্ব চিত্র

লকডাউনে যেখানে ঘরে বসে থাকতে গিয়ে রীতিমতো নাজেহাল খাচ্ছে সাধারণ মানুষ, আর সেই সময়তেই বাতিল হওয়া সামগ্রী দিয়ে এবার বানিয়ে ফেললেন অত্যাধুনিক প্রযুক্তির এই বৈদ‍্যুতিক মাস্ক। তবে এর আগে বাড়িতে থাকা জিনিস দিয়ে স্যানিটেশনের যন্ত্র বানিয়েছিলেন রায়গঞ্জের বাপ্পা।

আরও পড়ুনঃ লকডাউনে যুব তৃণমূলের উদ্যোগে ত্রাণ বিতরণ ডালখোলায়

মূলত কাপড়ের মাস্কের অসুবিধাগুলোকে দূর করার চিন্তা থেকেই, তৈরি করে ফেলেছেন এই অত্যাধুনিক বৈদ‍্যুতিক ডিভাইস যুক্ত মাস্ক।পাশাপাশি এর মাধ্যমে পরিশুদ্ধ বাতাস মানুষের শরীরে প্রবেশ করবে। শুধু তাই নয়, পরিশুদ্ধ বাতাস প্রবেশের পাশাপাশি মানব শরীরকে জীবাণুমুক্ত করা সম্ভব হবে বলেও জানান বাপ্পা।

জানা যায় বাড়িতে থাকা কাপড় দিয়ে পাঁচটি স্তরের মাস্ক তৈরি করেছেন তিনি । তার ভেতরে রয়েছে একটি বৈদ‍্যুতিক চিপ । মোবাইলের চার্জারেই বৈদ্যুতিন ডিভাইস সহ মাস্কটিতে চার্জ দিতেই, তাতে তৈরি হয় তড়িৎ প্রবাহ। যার মাধ্যমে জীবাণু পুরোপুরি ভাবে মরে যাবে বলে দাবি করেছেন বাপ্পা। তবে এই মাস্কটি তৈরি করতে বেশি খরচ হয়নি । যদিও এটি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের জন্য অত্যন্ত উপযোগী হতে পারে বলে মনে করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here