দুঃস্থ ছাত্রছাত্রীর ফি মকুবের সিদ্ধান্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের

0
69

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ফি মকুবের আবেদন পত্র যাচাই করে তালিকা তৈরির কাজ শুরু করেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। প্রায় ২০০০ পড়ুয়ার প্রায় ৫০ শতাংশ ফি মকুবের সিদ্ধান্ত গ্রহণ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রায় সাড়ে ছয় হাজার ছাত্রছাত্রী পড়াশুনা করেন।

raiganj university | newsfront.co
ফাইল চিত্র

তাদের মধ্যে ৩১২৫ জন ফি মকুবের জন্য আবেদন করেছিলেন। সেইসব আবেদনকারীদের মধ্যে থেকে প্রায় ২০০০ জন ছাত্রছাত্রীর ৫০ শতাংশ ফি মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আগামী ২৬শে জুন পর্যন্ত আরও যেসকল ছাত্রছাত্রী এবিষয়ে আবেদন করতে ইচ্ছুক, তাদের আবেদনও বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বিজেপির যুব মোর্চার রক্তদান শিবির

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বহুদিন ধরেই ফি মকুবের আবেদন করে আসছিল। আমরা বিষয়টি চিন্তাভাবনার মধ্যে রেখেছিলাম।

বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে একান্তই যারা আর্থিকভাবে খারাপ অবস্থায় রয়েছে, তাদের ফি আমরা অর্ধেক মকুব করব। যারা আবেদন করেছিল, তাদের মধ্যে থেকে আর্থিকভাবে কে কতটা অক্ষম, সে বিষয়টি যাচাই করা হচ্ছে। তারপর তালিকা তৈরি করে তাদের এই সুবিধা দেওয়া হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here