নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় বিশ্ব জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতাকেই সব থেকে আগে রাখা হচ্ছে । বারবার হাত ধোয়ার পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন হু’য়ের বিশেষজ্ঞরা। সেই সময়ই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাজিতপুর এলাকায় এক যুবক বাপ্পা রায় তৈরি করে ফেললেন অত্যাধুনিক অটোমেটিক স্যানিটাইজার মেশিন।
দীর্ঘদিন বাড়িতে পড়ে থাকা বাঁশ ও প্লাস্টিক দিয়ে একটি ওয়াশরুম তৈরি করেন তিনি। যার খরচ পড়েছে মাত্র চার হাজার টাকা। এই ওয়াশরুমে শুধুমাত্র হাত ধোয়াই নয়। পুরো শরীরকে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করবে এই অত্যধুনিক স্নানাগার।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে পুরসভার উদ্যোগে অভিনব সচেতন বার্তা তমলুকে
যদিও এদিন বাপ্পা রায় ও তাঁর দলের দাবি, ‘এই মেশিনটি যদি কর্তৃপক্ষ ব্যবহার করেন। তবে করোনা ভাইরাসে আক্রান্ত যে কোনও মানুষকে সহজেই চিহ্নিত করণ করা যাবে। এমনকি আক্রান্ত না হলেও তিনি সহজেই স্যানিটাইজড হয়ে যাবেন’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584