রায়গঞ্জ পুলিশের জালে আগ্নেয়াস্ত্র ক্রেতা বিক্রেতা

0
257

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ

জোড়া সাফল্য রায়গঞ্জের পুলিশ গোয়েন্দা বাহিনীর । চারটি অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ সহ এক আগ্নেয়াস্ত্র ব্যাবসায়ী ও ক্রেতাকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর জুড়ে । ধৃত দুইজনকে সোমবার রায়গঞ্জের আদালতে তোলা হলে তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

ছবি-সংগৃহিত

গোপন সুত্রে খবর পেয়ে সোমবার রাতে রায়গঞ্জ থানার ভাটোল এলাকায় হানা দেয় রায়গঞ্জ থানার গোয়েন্দা বাহিনী । সেখানে আগ্নেয়াস্ত্র চোরাচালানের জন্য বেশ কয়েকজন দুষ্কৃতি মিলিত হয়েছিল। সেখান থেকেই দুটি আগ্নেয়াস্ত্র, কিছু কার্তুজ সহ একজনকে গ্রেফতার করে পুলিশ । এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে রায়গঞ্জের এক আগ্নেয়াস্ত্র ক্রেতার নাম জানতে পারেন অন্দন্তকারী পুলিশ অফিসাররা । সেদিন রাতেই রমেনন্দ্রপল্লী এলাকায় হানা দিয়ে আরও দুটি আগ্নেয়াস্ত্র ও দশ রাউন্ড কার্তুজ সহ এক দুস্কৃতিকে গ্রেফতার করে পুলিশ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here