নিজস্ব সংবাদদাতা , ঝাড়গ্রামঃ
সােমবার থেকে রেল ও জাতীয় সড়ক অবরােধ কর্মসূচি রয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহলের। আদিবাসীদের শিক্ষা সংক্রান্ত ও সামাজিক নানা দাবিতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এই অবরােধ। সংগঠন সূত্রে খবর- ঝাড়গ্রাম জেলার ‘খেমাশুল স্টেশনের’ পাশে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হবে।
এছাড়া টাটা-খড়গপুর শাখার রেল লাইন অবরােধ করা হবে বলে জানা গেছে। তির-ধনুক-টাঙি-র মতো চিরাচরিত অস্ত্র নিয়ে অবরােধে সামিল হবেন আদিবাসীরা।ঝাড়গ্রাম, বালিচক, খেমাশুলি ও শালবনি স্টেশনে আদিবাসীরা অবরােধ করবেন বলে জানা গেছে। তার জেরে টাটা-খড়গপুর, হাওড়া-জাপুর, খড়াপুর-জলেশ্বর, মেদিনীপুর-বাঁকুড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বাম কাউন্সিলর
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584