নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সোনার মেয়ে স্বপ্না বর্মনকে চাকুরি দিল রেল। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদে তাকে নিয়োগপত্র দিয়েছে রেল। বুধবারই এই নিয়োগপত্র স্বপ্নার হাতে তুলে দিয়েছেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম কে এস জৈন। তবে এখনও এই পদে যোগদান করেন নি স্বপ্নাও। নিয়োগপত্র পাওয়ার একমাসের মধ্যেই কাজে যোগ দিতে হবে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।
রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল পার্সনাল অফিসার সৈয়দ জাহাঙ্গির বলেন,“ স্বপ্না কাজে যোগ দেওয়ার পর মাসিক ৩৫ থেকে ৪০ হাজার টাকা বেতন পাবেন। কিন্তু এখনও চাকুরিতে যোগদান করেন নি স্বপ্না।”
জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়ার হত দরিদ্র পরিবারের এই মেয়ে ২০১৮ সালে এশিয়াডে সোনা জয় করে। ২০১৭ সালে এশিয়ান গেমসে হেপটাথেলন বিভাগে সেরা হয় উত্তরবঙ্গের এই মেয়ে। ২০১৯ সালের আগষ্ট মাসে ভারত সরকার তাকে অর্জুন পুরুষ্কারে ভুষিত করে। বাংলার এই মেয়েকে এবার চাকুরি দিল রেল।
খেলোয়াড় কোটায় তিনি এই চাকুরি পেয়েছেন বলে জানা গিয়েছে। তবে এদিন সারাদিন স্বপ্নাকে ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584