নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার কারণে বাতিল ট্রেনের টিকিটের রিফান্ড সংগ্রহের সময়সীমা বৃদ্ধি করল রেলমন্ত্রক। ছ’মাসের পরিবর্তে এবার নির্দিষ্ট ‘জার্নি ডেট’ থেক পরবর্তী ন’মাস পর্যন্ত বাতিল পিআরএস (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টার টিকিটের রিফান্ড সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট ট্রেনযাত্রীরা।
২০২০ সালের ২১ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত শুধুমাত্র ‘জার্নি পিরিয়ড’এর ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। টিকিট বাতিল এবং রিফান্ড সংগ্রহের পরিষেবা মিলবে পিআরসি কাউন্টারগুলিতেই। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছে রেলমন্ত্রক।
আরও পড়ুনঃ আইআইটিতে ভর্তির পরীক্ষা হবে ৩ জুলাই
একইসঙ্গে এদিন রেল বোর্ড জানিয়েছে, নির্ধারিত ছ’মাসের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও অনেক যাত্রী রিফান্ড সংগ্রহ করতে পারেননি। তাঁদের অনেকেই রিফান্ডের জন্য সংশ্লিষ্ট জোনাল রেলওয়ের ক্লেমস অফিসে আবেদন করেছেন। তাঁরাও বাতিল হয়ে যাওয়া ট্রেনের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।
আরও পড়ুনঃ নতুন বছরেও জিডিপি নিম্নমুখী হওয়ার পূর্বাভাস, আশা শুধু কৃষিতে
বৃহস্পতিবার এই ইস্যুতে রেল বোর্ডের কর্তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এদিন এই বৈঠকে ছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584