নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সম্প্রতি স্বল্প দূরত্বের ট্রেনের টিকিটের দাম বাড়ানোর পর এবার প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বেড়ে হলো ৩০ টাকা। স্বল্প দূরত্বের ট্রেনের টিকিটের দাম বাড়ানোর কারণ হিসেবে রেল মন্ত্রক সূত্রে বলা হয়েছিল কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষের অযথা ট্রেন সফরের প্রবণতা রোধ করতে বাড়ানো হয়েছে ট্রেনের টিকিটের দাম। প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির ক্ষেত্রেও একই কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে।
এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে ৫ গুণ পর্যন্ত। রেলের বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, মুম্বই মহানগর এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনে প্রবেশ করার জন্য সাধারণ মানুষকে গুনতে হবে ৫০ টাকা, যা আগে ছিল মাত্র ১০ টাকা।
যদিও রেলমন্ত্রক সূত্রে জানানো প্ল্যাটফর্ম টিকিটের এই ‘সামান্য’ মূল্যবৃদ্ধি স্থায়ী হবে না। দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। তাই মূলত ভিড় কমানোর কারণেই এই অস্থায়ী মূল্যবৃদ্ধি।
আরও পড়ুনঃ এনপিআর(NPR)-এর ফিল্ড ট্রায়াল শুরু হচ্ছে শীঘ্রই
এছাড়া রেল স্টেশনগুলিতে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণের দায়িত্ব সংশ্লিষ্ট ডিআরএম দের। রেল মন্ত্রক আরো জানিয়েছে, ” অযথা ভিড় নিয়ন্ত্রণে আগেও বহুবার প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়েছে, এর মধ্যে নতুনত্ব কিছুই নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584