আদিবাসী বন্ধের জেরে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের রেল পরিষেবা

0
100

নিজস্ব সংবাদদাতা,চাকুলিয়াঃ

আদিবাসীদের “সারনা “ধর্মকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সোমবার সকাল ৬ টা থেকে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি রেল স্টেশনে রেল অবরোধ আন্দোলনে শামিল হল আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খন্ড দিশম পার্টি।

চলছে রেল রোক আন্দোলন। নিজস্ব চিত্র।

মোট দশ দফা দাবিতে আংশিক ভারত বন্ধের ডাকও দেয় এই  আদিবাসী সংগঠন।মূলত আদিবাসী অধ্যুষিত ঝাড়খন্ড, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও আসাম রাজ্যে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। আদিবাসীদের ডাকা রেল রোকো আন্দোলনের জেরে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্টেশনে আটকে পরেছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন ও মালগাড়ি। কানকি স্টেশনে আদিবাসীদের রেল অবরোধে আটকে রয়েছে দিল্লী – গৌহাটি অবোধ-আসাম এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেস ট্রেন।

চলছে রেল রোক আন্দোলন। নিজস্ব চিত্র।

আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটি সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এদের এই আন্দোলনের জেরে বিপর্যস্ত হয়ে পরেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পরিষেবা। বিভিন্ন স্টেশনে ট্রেনে আটকে পরে নাকাল হচ্ছেন ট্রেনযাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here