প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবা, বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন

0
60

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

লাগাতার বৃষ্টির জেরে রাজ্যে বিপর্যস্ত রেল পরিষেবা। বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে কিছু ট্রেন এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে কিছু ট্রেনের। টিকিয়াপাড়া কারশেডে লাইনে জল থাকায় সকাল থেকে হাওড়া স্টেশনে ঢুকতেই পারেনি বেশ কিছু দূর পাল্লার ট্রেন ও স্টাফ স্পেশাল ট্রেন।

Water logging in train line
ছবি: সংগৃহীত

লাইনে জল জমে একাধিক পয়েন্টে রেলের স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে। বেশ কিছু ট্রেন সাঁতরাগাছি-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ায় হাওড়ায় পৌঁছতেই পারেনি বেশ কিছু ট্রেন, স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। ডাউন পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসের যাত্রাপথ অনেক আগেই শেষ করে দেওয়া হয়। এছাড়াও বাতিল করা হয়েছে পূর্বা এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, হাওড়া-ভাগলপুর এক্সপ্রেস। হিমগিরি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস ও হাওড়া-নয়া দিল্লি এক্সপ্রেস।

Cancellation of Trains

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটির প্রস্তাব খারিজ উচ্চ শিক্ষা দপ্তরের

এছাড়াও প্রবল বৃষ্টির জেরে বেলুড় স্টেশনের আন্ডারপাসও জলমগ্ন। খড়গপুরেও রেললাইনের ধারের মাটিতে ধস নেমেছে। অন্যদিকে কলকাতা স্টেশনের আগে জল জমায় পূর্বাঞ্চল এক্সপ্রেস বেলঘড়িয়া ও রাধিকাপুর এক্সপ্রেস সোদপুর এসে যাত্রা বাতিল করে। হাওড়া থেকে এদিন সকালে বাতিল করা হয়েছে অনেকগুলি স্টাফ স্পেশাল। যার মধ্যে বারোটি আপ ব্যান্ডেল লোকাল, দশটি ডাউন ব্যান্ডেল লোকাল, একজোড়া আরামবাগ লোকাল ও দুজোড়া শেওড়াফুলি লোকাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here