সুদীপ পাল,বর্ধমানঃ
আসামে শিলচর বিমান বন্দরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের আটক এবং মতুয়া সম্প্রদায়ের নেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতাবালা ঠাকুরের উপর নির্যাতনের প্রতিবাদে গুসকরা স্টেশনে রেল অবরোধ মতুয়া সম্প্রদায়ের তরফে। অবরোধকারীদের বক্তব্য, আসাম সরকার যে নাগরিক পঞ্জি প্রকাশ করেছে তাতে মতুয়াদের নাম নেই। এর প্রতিবাদে অবরোধ করছি। তাঁদের পাশে দাঁড়াতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন মমতাবালা ঠাকুর।
রেল অবরোধের সময় হাওড়া শিলচর সরাইঘাট এক্সপ্রেসে ঘটে যেত দুর্ঘটনা। আন্দোলনকারীরা লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও সিগন্যাল লাল হয়নি ফলে ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসে। পরে প্রায় সত্তর মিটার দুরে গিয়ে থামে সরাইঘাট এক্সপ্রেস। রেললাইন থেকে সময়ে সরতে না পারলে অনেকজনের প্রাণ যেত বলে অভিযোগ আন্দোলনকারীদর। ঘটনায় দুই জন আহত হয়েছে বলে জানা যায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584