নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যের আবেদনে সাড়া দিল রেল কর্তৃপক্ষ, স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবে জয়েন্ট পরিক্ষার্থীরা।
আগামী ১৭ ই আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াতে যেন কোনো প্রকার অসুবিধা না হয়, তাই রেল কর্তৃপক্ষকে চিঠি লিখে রাজ্য সরকারের তরফ থেকে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার অনুমতি চাওয়া হয়।সেই আবেদনে সাড়া দিয়ে রেল কর্তৃপক্ষ জানায় যে পরীক্ষার দিন পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে টিকিট কেটে স্পেশাল ট্রেনে উঠতে পারবে। প্রয়োজনে অতিরিক্ত ট্রেন চালানো হবে।
প্রসঙ্গত, কলকাতা-সহ রাজ্যের ২৭৪টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সবরকম স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে বোর্ড।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584