ট্রেন উদ্বোধনের পূর্বে স্টেশন পরিদর্শন রেলকর্তার

0
169

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

দিনের ট্রেনের উদ্বোধনের আগে বারসোই থেকে রাধিকাপুর স্টেশন গুলির পরিকাঠামো খতিয়ে দেখতে রায়গঞ্জ স্টেশনে এলেন এনএফ রেলওয়ের ডিআরএম (কাটিহার ডিভিশন) রবীন্দ্র কুমার ভার্মা।

railway officers visit raiganj railway station | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার দুপুরে বিশেষ ট্রেনে করে বারসোই হয়ে রায়গঞ্জ স্টেশনে আসেন তিনি। রায়গঞ্জে এসে প্ল্যাটফর্ম সহ স্টেশনের সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।

সূত্র মারফত জানাগিয়েছে, আগামী ২৯ তারিখ রাধিকাপুর স্টেশনে পতাকা দেখিয়ে দিনের ট্রেনের উদ্বোধন করবেন রেল দফতরের রাষ্ট্রমন্ত্রী সুরেশ আনগাডী। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

railway officers visit raiganj railway station | newsfront.co
রবীন্দ্র কুমার ভর্মা। নিজস্ব চিত্র

ডিআরএম রবীন্দ্র কুমার ভর্মা রায়গঞ্জ স্টেশন ম্যানেজার রাজু কুমার সহ বেশ কিছু রেলের আধিকারিকদের সাথে নিয়ে স্টেশন চত্বরে পরিকাঠামো গত কাজ দ্রুত শেষ করার জন্য যাবতীয় নির্দেশ দেন৷
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন “রেল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ তারিখ থেকে হাওড়া সিউরি এক্সপ্রেস ট্রেনটিকে রাধিকাপুর পর্যন্ত চালানো হবে।

আরও পড়ুনঃ পরীক্ষা শেষে পার্কে ভীড় মাধ্যমিক পরীক্ষার্থীদের

সেই কারণেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। রাধিকাপুর স্টেশনে পতাকা দেখিয়ে উদ্বোধন করার পরে রায়গঞ্জ স্টেশনে একটি ছোট অনুষ্ঠান হবে।“ ট্রেনের সময় সূচী সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এই রুটের ফাঁকা স্লট অনুযায়ী ট্রেনের সময় সূচী তৈরি করা হয়েছে। ভবিষ্যতে সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখে সময় সূচীর পরিবর্তন করা যায় কিনা ভেবে দেখা হবে।

উল্লেখ্য, ২৯ তারিখ রাধিকাপুর–হাওড়া দিনের ট্রেন চালু হলেও ট্রেনের সময় নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অভিযোগ দুপুর ১১ঃ৩০ এ ট্রেনটি ছেড়ে রাত্রি ১১ টায় হাওড়ায় পৌছাবে।

এতে রাতে কলকাতা পৌঁছে সমস্যার মুখে পরবে যাত্রীরা। যদিও একাংশের মতে এই ট্রেন চালু হলে অনেকক্ষেত্রেই সুবিধা হবে এলাকাবাসীদের। পাশাপাশি রাধিকাপুর কলকাতা রাতের ট্রেনের ওপর বেশ কিছুটা চাপ কমবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here