রেলের সম্পত্তি দখল করে বসবাসের অভিযোগে ভাঙা হল বাড়ি

0
125

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রেলের সম্পত্তিতে বাড়ি তৈরীর কারণে, রেল কর্তৃপক্ষ থেকে সেই সমস্ত বাড়ি ভেঙে দেওয়া হল। বুধবার বহরমপুর থানার তালবাগানপাড়া এলাকায় কয়েকটি বাড়ি ভেঙে দেওয়ায় অসহায় হয়ে পড়ে বহু পরিবার।

railway land | newsfront.co
নিজস্ব চিত্র

গত ১৫ জুন বেলডাঙা রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানায় দু দিনের মধ্যে সমস্ত জায়গা ফাঁকা করার জন্য। কিন্তু তা না হওয়ায় আজ রেল দফতর থেকে সমস্ত বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়।

house breaking | newsfront.co
নিজস্ব চিত্র

অসহায় পরিবারদের বক্তব্য প্রায় ৩০-৪০ বছর ধরে তারা এই এলাকায় বসবাস করছেন। বিভিন্ন পরিবারের মহিলা ও পুরুষেরা নানান কাজ করেন।

Manjura Baoa | newsfront.co
মঞ্জুরা বেওয়া, ক্ষতিগ্রস্ত। নিজস্ব চিত্র

মহিলারা বেশিরভাগ পরিচারিকার কাজ করেন। তার দরুন গোষ্ঠীর লোন নিয়ে বাড়ি তৈরী ও সারাইয়ের কাজ করেছেন।

আরও পড়ুনঃ চিনা প্রেসিডেন্টের কুশপুতুল দাহ এবিভিপির

Notice | newsfront.co
আদেশনামা। নিজস্ব চিত্র

কিন্তু আজ বাড়ি ভাঙার ফলে তারা অসহায়তার মধ্যে পড়েছেন। পরিস্থিতির কারণে লোনের টাকা শোধ তো বটেই এখন সব চেয়ে বড় তাদের চিন্তার বিষয় কোথায় বসবাস করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here