নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মহামারি করোনার জেরে বন্ধ ছিল লোকাল ট্রেন। সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। লকডাউন কিছুটা শিথিল হলেও কবে চালু হবে লোকাল ট্রেন সেই দিকেই নজর ছিল সাধারণ মানুষের। দীর্ঘ প্রতীক্ষার পর ১১ নভেম্বর রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন।
আর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সমস্থ স্টেশনে চলছে স্যানিটাজাইশেনের কাজ। ঠিক সেই মতোই খড়্গপুর স্টেশনও পিছিয়ে নেই। জোরকদমে চলছে স্যানিটাজাইশেনের কাজ। ঘুরে দেখলো বিভিন্ন কলকাতাগামী ট্রেনের।
আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান সূর্যর
আরও পড়ুনঃ আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
এর পাশাপাশি সকল যাত্রী হাত স্যানেটাইজ করেই স্টেশনে আসছেন। এর পাশাপাশি রেলের পক্ষ থেকে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হবে। পাশাপাশি সকল ছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584