আকাশের মুখ ভার, কোচবিহারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিতে ক্ষতি চাষের জমি

0
54

মনিরুল হক, কোচবিহারঃ

লকডাউনের মধ্যেই সপ্তাহান্তে জেলার বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির কবলে কৃষক ও সাধারন মানুষ। বুধবার গভীর রাতে রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় শিলাবৃষ্টি হয়। প্রায় ২০মিনিট ধরে চলা শিলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয় তুফানগঞ্জ ও দিনহাটা মহকুমা এলাকায়। যদিও দিনহাটায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায় নি।

field | newsfront.co
শিলাবৃষ্টিতে ক্ষতি চাষের জমি। নিজস্ব চিত্র

তবে জানা গেছে, দিনহাটার পুটিমারি গ্রামে পঞ্চায়েতের বালাকুঁড়া, কুচনিতে দমকা হাওয়ায় বেশ কিছু গাছ পালা ভেঙ্গে পড়ে। এছাড়াও নাজিরহাট শালমারার, বাসন্তিরহাট, ওকড়াবারি গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় সামান্য শিলাবৃষ্টি হয়।

rain | newsfront.co
রাস্তায় পরে থাকা শিলা। নিজস্ব চিত্র

আবার অন্যদিকে বুধবার রাতের এই শিলাবৃষ্টিতে তুফানগঞ্জের প্রায় ২৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি কৃষকদের। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা৷ যদিও এখন পাট, ভুট্টা ও লঙ্কা চাষের মরশুম চলছে।

আরও পড়ুনঃ সংক্রমণ এড়াতে আদালতে গভীর রাত পর্যন্ত চললো অভিযুক্তদের বিশেষ শুনানি

এই ভরা মরশুমে তুফানগঞ্জ মহকুমার গ্রাম গুলিতে ব্যাপক ভুট্টা, পাট চাষ ও লঙ্কা চাষও হয়েছে। এই পরিস্থতিতে গত রাতের শিলাবৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকদের।তবে এ বিষয়ে স্থানীয় কৃষক কার্ত্তিক রায় বলেন, এ বছর আমাদের এলাকায় সবচেয়ে বেশি ভুট্টা, লঙ্কা এবং পাটের চাষ হয়েছে।

আর এই শিলাবৃষ্টিতে ভুট্টা গাছ ভেঙে গিয়েছে। পাশাপাশি লঙ্কাও শিলার আঘাতে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু তাই নয়, শিলার আঘাতে পাটের আগা থেতলে গিয়েছে। যার ফলে ব্যাপক ক্ষতির সন্মুখীন হয়েছেন কৃষকরা।

তবে এ বিষয়ে কৃষি দফতরের আধিকারিকদের পুরো ঘটনার কথা জানানো হয়েছে। পাশাপাশি এলাকা পরিদর্শন করে এবং কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় বলে দাবি জানান কৃষকরা।

অপরদিকে এ বিষয়ে তুফানগঞ্জ কৃষি দফতরের আধিকারিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “যে যে কৃষকদের ক্ষতি হয়েছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের আধিকারিকরা খোঁজ নিচ্ছেন। তুফানগঞ্জ ১ ব্লকের বালাভুত, নাককাটিগাছ সহ বেশ কয়েকটি এলাকায় চাষের বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ চাষীদের পাশেই রয়েছে কৃষি দফতর”।

তবে বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত ঝড় ও বৃষ্টি। আগামী দু’দিন এই বৃষ্টির পরিমান সবথেকে বেশি হবে। কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে বলেই পূর্বাভাস করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here