নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
হাতেগোনা আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, অন্যদিকে শুরু হয়ে গেছে বড় বড় পুজো কমিটিদের দুর্গা পুজো উদ্বোধন।
অন্যদিকে অন্য সমস্ত মণ্ডপসজ্জা কাজে জোর দিয়েছে মন্ডপ শিল্পীরা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস যার ফলে, লেজে গোবর পরিস্থিতির মুখে মন্ডপ শিল্পীরা, নিম্নচাপের জেরে অনেকটাই চাপের মুখে মন্ডপ শিল্পীরা। সেইমতো ত্রিপল ঢাকা দিয়ে বৃষ্টির মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছে মন্ডপ শিল্পীরা। খাওয়া ও ঘুম ছেড়ে জোর দিয়েছে মণ্ডপসজ্জার কাজে।
আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে মৃৎশিল্পীদের সর্বনাশ, কৃষকদের পৌষমাস
এরকমই এক দৃশ্য লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে, বৃষ্টির মধ্যেই অর্ধেক মন্ডপ সজ্জা সেরে ফেলল এখনো সম্পূর্ণ করা যায়নি মণ্ডপসজ্জা কাজ, পুজোর এক কর্মকর্তা জানিয়েছেন ভারী বৃষ্টিপাতের ফলে মন্ডপ সজ্জার কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আগামী দু’দিনের মধ্যে এই বৃষ্টিপাত না কমলে হয়তো মন্ডপ সজ্জার কাজ অসম্পূর্ণ রয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584