নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
শীত জোরালো ভাবে জাঁকিয়ে না বসতেই আবার বৃষ্টির সম্ভাবনা দেখা দিল রাজ্যে। কয়েক দিন আগেই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হয়েছিল রাজ্যে। এ বার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ফলে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পেয়ে বাতাস ভারি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ ফাটল উড়াল পুলে, আতঙ্কিত এলাকার মানুষ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আচমকাই পারদ ১৫ ডিগ্রির ঘরে পৌঁছানোয় ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে।
আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা জোরদার হয়েছে রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584