আমপানের প্রভাবে দুপুর থেকে বৃষ্টি, ঝোড়ো হাওয়া মালদহে

0
40

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

বুধবার দুপুর থেকেই ঝিরঝিরে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে মালদহ জেলাজুড়ে। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী, ইতিমধ্যেই আমপানের প্রভাব পড়েছে মালদহ জেলায়। জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, জেলার ১৫ টি ব্লকেই সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা ছিল। দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। তবে বিকেলের দিকে ঝড়ের গতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Rain | newsfront.co
নিজস্ব চিত্র

তাই আগাম সতর্কতা জারি করা হয়েছে সারা রাজ্যের সঙ্গে মালদহ জেলাতেও। আমপানে প্রভাব কতটা পড়বে জেলায়, তার আগাম মোকাবিলা করতে সমস্ত ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। প্রতিটি মহকুমা ও ব্লক প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দীঘায় শুরু বৃষ্টি, সরজমিনে খতিয়ে দেখলেন শুভেন্দু

এদিকে আমপান ঝড়ের ফলে দুশ্চিন্তায় রয়েছেন ধান চাষীরা। লকডাউনের বাজারে এমনিতেই ধানের পরিচর্যা করা হয়নি ঠিকমতো। তার ওপর শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন করে সমস্যা তৈরি হয়েছে আমপান ঝড়। সেই সঙ্গে মার খেতে পারে মালদহের বিখ্যাত আম ও লিচু উৎপাদন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here