আমরা দেশের জন্য রক্ত, ঘাম দিয়ে খেলি-মোদীর চিঠির উত্তরে লিখলেন রায়না

0
46

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

সৌজন্য রক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মহেন্দ্র সিং ধোনির পর স্বাধীনতা দিবসে ধোনির সঙ্গেই অবসর নেওয়া তার চেন্নাই সুপার কিংসের সতীর্থ সুরেশ রায়নাকেও শুভেচ্ছা জানালেন মোদী, তাকেও খোলা চিঠি পাঠান মোদী।

Raina with PM Modi | newsfront.co
ফাইল চিত্র

তাঁর চিঠিতে ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মোদীর শহর আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মাঠে বসে রায়নার খেলা দেখার প্রসঙ্গ উল্লেখ করেছেন।

Modis letter | newsfront.co
মোদীর পত্র

মোদী লিখেছেন, “সেই ম্যাচে রায়নার উদ্দীপ্ত ভূমিকার কথা ভারত কখনও ভুলবে না। হয়তো রায়না সেই ইনিংস না খেললে ভারত জিততেই পারতো না বিশ্বকাপ।’ এরপরে রায়নাকে নিয়ে লেখেন , “ব্যক্তিগত গৌরবের জন্য আপনি খেলেননি, খেলেছেন দল ও দেশের গৌরবের জন্য খেলেছেন। ‘

আরও পড়ুনঃ মোদীর খোলা চিঠি ধোনিকে, উত্তর দিলেন মাহিও

উত্তরে রায়না লেখেন, ‘আমরা দেশের জন্য রক্ত ও ঘাম দিয়ে খেলি। সেই কারণে দেশের মানুষের ভালোবাসা সত্যি আমাদের উৎসাহ দেয়। মোদীজিকে ধন্যবাদ জানাই। আমায় এই সম্মান দেওয়ার জন্য।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here