নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার দুড়িয়া গ্রামে। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, গত সোমবার বিকাল নাগাদ এলাকায় মিছিল করে তৃণমূল। এরপরে কিছু তৃণমূল দুষ্কৃতী বাহিনী বিজেপি কর্মীর বাড়ির উপর চড়াও হয় এবং ভাঙচুর চালায়।
যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল। স্থানীয় বিজেপি কর্মী সুমিত মাইতির অভিযোগ, মিছিলের পর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর চালায় তারা এবং একাধিক ঘর বাড়ি ভাঙা হয়। এমনকি প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়।
অন্যদিকে বাড়ির এক মহিলার অভিযোগ, আমার স্বামী বিজেপি করার জন্যই তৃণমূল এই ভাবে চড়াও হয়েছে। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের পাল্টা বক্তব্য, তৃণমূল এ ধরনের কোনও কাজ করে না। গতকাল এলাকায় মিছিল চলেছে ঠিকই কিন্তু সবই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এলাকায় তৃণমূলের বদনাম করার জন্য বিজেপি-র এটা পরিকল্পিত ঘটনা।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয়েছে নারায়ণগড় থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584