বিয়েতে পরিবেশ রক্ষার সচেতনতা জারি, অভিনব উদ্যোগ পাত্রপক্ষের

0
783

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের জলঙ্গী থানার জয়কৃষ্ণপুর এলাকার হুঁকোহারা গ্রামের বাসিন্দা রাজেশ সরকার এক অভিনব বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন।

Raising awareness of environmental protection in marriage
আঁকার মাধ্যমে সচেতন বার্তা। নিজস্ব চিত্র

এ দিন বিয়েতে আসা অতিথিবর্গদের আপ্যায়নের সঙ্গে সঙ্গে তাঁদের হাতে তিনি একটি করে চারা গাছ তুলে দেন।

Raising awareness of environmental protection in marriage
পাত্র রাজেশ সরকার ও পাত্রী পূর্ণিমা রায়। নিজস্ব চিত্র

এছাড়া বিয়ের প্যান্ডেলের ভিতর প্রদর্শিত আঁকা ছবিতে তুলে ধরেন গাছ লাগান-জীবন বাঁচান, জল বাঁচান-জীবন বাঁচান, স্বচ্ছ ভারত অভিযান, পরিষ্কার সমাজ-রোগ মুক্ত সমাজ ইত্যাদি বার্তা।

Raising awareness of environmental protection in marriage
অনুষ্ঠানে পাত্রীর থেকে চারাগাছ নিয়েছেন অতিথিবৃন্দ। নিজস্ব চিত্র

বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের মাধ্যমেও যদি মানুষের কাছে সচেতনতা বার্তা পৌঁছে দেওয়া যায়, তাতেও লাভ। তাই বিয়ের অনুষ্ঠানেই পাত্রপক্ষের এই উদ্যোগ।

Raising awareness of environmental protection in marriage
নিজস্ব চিত্র

এক অতিথি জানান, এমন ঘটনা এই প্রথম আমি আমার জীবনে দেখলাম। যদি এই উদ্যোগে মানুষকে সচেতন করা যায়, তবে সবাই পরিবেশ রক্ষার ভার নিতে পারবে। জল সংকট, বায়ূদূষণ এগুলো থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। তাই গাছ লাগানোর সচেতনতা আরও বাড়াতে হবে।

Raising awareness of environmental protection in marriage
অতিথির হাতে চারা তুলে দিচ্ছে পাত্র। নিজস্ব চিত্র

এমন অভিনব উদ্যোগে খুশি হয়েছেন গ্রামবাসীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here