শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যপাল যেভাবে প্রত্যেকদিন রাজ্যকে বিঁধে টুইট করেন, তাতে দৃশ্যতই অস্বস্তিতে পড়তে হয় রাজ্য সরকারকে। এই নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতও চরমে। কখনও মুখ্যমন্ত্রী রাজ্যপালের কথার জবাব দেন আবার কখনও শিক্ষামন্ত্রী। এবার তোপ দাগলেন পুরমন্ত্রী তথা পুর প্রশাসক ফিরহাদ হাকিম।
বুধবার পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের বিরুদ্ধে পালটা প্রতিক্রিয়া দিলেন ফিরহাদ। প্রসঙ্গত, বুধবারই রাজ্যের পুলিশ-প্রশাসন দলীয় কর্মীর মত আচরণ করছে এবং গণতন্ত্র বাঁচাতে সায়েন্টিফিক রিগিং রুখবই বলে টুইট করেছিলেন রাজ্যপাল।
আরও পড়ুনঃ জুলাইয়েও হয়তো বাংলার স্কুল খুলবে না, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
তার জবাবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘রাজভবনকে বিজেপি পার্টি অফিস বানাবেন না। আপনার কাছে অনুরোধ রাজভবন টাকে রাজভবন থাকতে দিন। বিজেপির পার্টি অফিস তৈরি করবেন না। এতে রাজ্যপালের পদটির সম্মান নষ্ট হয়। রাজ্যপাল যে ভাষায় কথা বলছেন, সেগুলি বিজেপির ভাষা। তাতে রাজ্যপালেরই সম্মান নষ্ট হচ্ছে।’
রাজ্যপালের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম আরও বলেন, ‘এই রাজ্যে দলের ওপরেও মানুষ। আর মানুষের জন্যই সরকার। তাই সরকার পার্টির প্রশাসন নয়। মানুষের প্রশাসন চলছে রাজ্যে। ‘রাজ্যপাল জানেন না, ৩৪ বছর যখন আমরা বিরোধী ছিলাম তখন পুলিশের ভূমিকা কি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কতবার আক্রান্ত হতে হয়েছে। পরিবর্তনের পর গণতন্ত্র এসেছে। এটা আজও বজায় আছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584