নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ফের দুঃসংবাদ রাজ চক্রবর্তীর বাড়িতে। করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী, এর মাঝেই প্রয়াত হলেন রাজ চক্রবর্তীর বাবা, কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। আর দিন কয়েকের মধ্যেই মা হতে চলেছেন শুভশ্রী, তার আগেই বড়সড় ধাক্কা পরিবারে।
গত ১৭ অগাস্ট নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন রাজ, বলেছিলেন হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর বাবা। তবে বাবার করোনা রিপোর্ট নেগেটিভ। এরপর শুক্রবার সকালে পরিচালকের বাবার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
নিঃসন্দেহে পরিবারের জন্য যে খুব কঠিন একটা সময়, তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরই আরবানার বাসভবন আলো করে আসবে খুদে অতিথি। কিন্তু তার আগেই কেমন যেন সব হিসেব ওলট-পালট হয়ে গেল!
আরও পড়ুনঃ প্রয়াত অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব
করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন রাজ। বাড়ির কারও সঙ্গে মেলামেশা, ওঠাবসা বন্ধ। ওদিকে তাঁর বাবাও অসুস্থ হয়ে ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। শুক্রবারই ইহলোকের মায়া ত্যাগ করলেন রাজের বাবা। সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি।
আরও পড়ুনঃ কোভিড নিয়ে ভুল খবর পরিবেশক সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন ঋতাভরী
আজ রাজ চক্রবর্তীর চূড়ান্ত করোনা রিপোর্ট আসবার কথা, রিপোর্ট নেগেটিভ এলে তবেই বাবাকে শেষবারের মতো দেখতে পাবেন ‘পরিণীতা’র পরিচালক। হালিশহরের বাসিন্দা রাজের পরিবার। তবে ছেলে-বৌমার সঙ্গে আরবানার ফ্ল্যাটেই থাকতেন রাজের বাবা।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই মা হওয়ার কথা শুভশ্রীর। হবু নাতি কিংবা নাতনির মুখ দেখে যেতে পারলেন না রাজের বাবা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চক্রবর্তী পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584