নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ঈদ মিটলেই মহারাষ্ট্রের সব মসজিদে মাইক বাজানো বন্ধ করতে হবে অন্যথায় ৪ মে থেকে দ্বিগুণ আওয়াজে সব মসজিদের সামনে হনুমান চালিশা বাজানো হবে, কড়া হুঁশিয়ারি রাজ ঠাকরের।
আগামী ৩ মে দেশ জুড়ে পালিত হবে খুশীর ঈদ। আর তার পরের দিন থেকেই বন্ধ করে দিতে হবে মহারাষ্ট্রের সব মন্দিরের মাইক, রবিবার ঔরঙ্গাবাদে এক বিশাল জনসভায় এমনই হুঙ্কার ছাড়লেন মহারাষ্ট্র নবনির্বাণ সেনা (এমএনএস) সভাপতি রাজ ঠাকরে। রাজ তাঁর বক্তৃতায় সরাসরিই বলেন, ‘‘আমাদের দাবি না মানলে যা হবে, তার জন্য আমরা দায়ী নই। আমি বলছি, এটা ধর্মের নয়, সমাজের ব্যাপার।’’ রাজ ঠাকরের বক্তব্যে অনেকেই যদিও পরবর্তী ভোটকৌশলের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। উল্লেখ্য, শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরে তাঁর রাজনৈতিক জীবনের শুরু থেকেই মহারাষ্ট্রে মরাঠা জাতীয়তাবাদ এবং হিন্দুত্ববাদের ‘উগ্রপুরুষ’ হিসেবে খ্যাত।
আরও পড়ুনঃ ইদ-এ কারফিউ জারি খরগাঁওয়ে, রামনবমীর অশান্তির প্রেক্ষিতে সিদ্ধান্ত প্রশাসনের
বাল ঠাকরের শিবসেনা বিজেপি-র সবচেয়ে পুরনো জোটসঙ্গী। তাঁর মৃত্যুর পর রাজ এবং উদ্ধবের সাংগঠনিক বিচ্ছেদ হয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামে নতুন দল গড়েন রাজ। কিন্তু এখনও পর্যন্ত তেমন ভাবে রাজনৈতিক জমি পাননি তিনি। বালাসাহেবের পুত্র উদ্ধব পরিচালিত শিবসেনার সঙ্গেই জোট হয় বিজেপির। সেই জোট ভাঙে ২০১৯ সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের পর। ২০২৪ সালে আবার একই বছরে মহারাষ্ট্রের বিধানসভা ভোট আসন্ন এবং লোকসভা ভোটও। রাজ সে দিকে তাকিয়েই ঘুঁটি সাজাতে শুরু করলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584