নেতাজি ইন্ডোরে “খেলসম্মান” পুরস্কারে ভূষিত হলেন রানীগঞ্জের ‘রাজা’

0
44

সুদীপ পাল,পশ্চিম বর্ধমানঃ

রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সিহারসোল গ্রামের বাসিন্দা রাজা মগোত্রাকে ‘খেলসম্মান’ পুরস্কারে ভূষিত করা হয়।

Raja Magotra | newsfront.co
রানীগঞ্জের রাজা মগোত্রা। নিজস্ব চিত্র

জানা যায়, রাজ্যের পক্ষ থেকে এই সম্মান দেওয়া হবে বলে ক্রীড়া দপ্তর গত ১ লা মার্চ তাঁকে চিঠি পাঠিয়েছিল। রানীগঞ্জের এই খেলোয়াড়ের বয়স বর্তমানে ৩৩ বছর। ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছেন রাজা।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল-পেন দিল তৃণমূল ছাত্র পরিষদ

২০১৫ সালে ব্যাঙ্গালুরুতে জাতীয় স্তরে তিনি সিঙ্গল ও ডাবলসে সোনা পেয়েছিলেন। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক স্তরে ডাবলস ও মিক্সড ডবলসে ব্রোঞ্জ পান। এরপর তাইল্যাণ্ড এবং সুইজারল্যাণ্ডে রুপোর পদক পান।

রাজাকে নিয়ে প্রতিবেশীরা জানিয়েছেন, “রাজার বয়স যখন সাত বছর, সেই সময়ই তার শারীরিক গঠনে অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল। ক্রিকেট ভালবাসলেও শারীরিক কারনে ক্রিকেট খেলতে পারেনি সে। তবে প্যারা ব্যাডমিন্টনে যোগ দিয়ে সে কৃতিত্ব অর্জন করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ‘খেলসম্মান’ পুরস্কার পাওয়ার পর তিনি আপ্লুত। তবে পুরস্কার পাওয়ার পর রাজা বলেন, “দেশের নাম উজ্জ্বল করা আমার একমাত্র লক্ষ্য”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here