‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত

0
77

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার ‘দাদাসাহেব ফালকে ‘পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করলেন।২০১৯ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন, গত বছর করোনা অতিমারীর কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়নি। কয়েকদিন আগে সেই তালিকা সামনে এলেও নাম ছিল না দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের।

rajinikanth | newsfront.co
ফাইল চিত্র

অবশেষে রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে সম্মান প্রদানের কথা ঘোষণা কেন্দ্রের। ভারতীয় সিনেমার জনক হিসেবে পরিচিত ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকের নামানুসারে দেওয়া পুরস্কারে থাকে একটি সোনার পদ্ম এবং নগদ ১০ লক্ষ টাকা।আগামী ৬ই এপ্রিল তামিলনাড়ুর বিধানসভা ভোট।

আরও পড়ুনঃ হ্যাটট্রিক!

তার ঠিক ৫ দিন আগে রজনীকান্তকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার কেন্দ্রের এই ঘোষণাকে কেন্দ্রের একটি ‘চাল’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।তবে এদিনের সাংবাদিক বৈঠকে প্রকাশ জাভড়েকর জানান, আশা ভোঁসলে,মোহনলাল, বিশ্বজিত্ চট্টোপাধ্যায়, শঙ্কর মহাদেবণ এবং সুভাষ ঘাই পাঁচজন বিচারকের একসঙ্গে মিলে রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারের প্রাপক হিসাবে বেছে নিয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে রজনীকান্ত আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন যে ২০২১-এর জানুয়ারিতে তিনি নিজের রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করেন থালাইভা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here