নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
যৌথ পরিবার ও তার বিভিন্ন টানাপোড়েনের গল্প বড়পর্দায় এখন তেমন দেখাই যায় না। হাতে গোনা কয়েকটা ধরা দেয় মাত্র। একইভাবে শিশু মনস্তত্ব নিয়েও খুব একটা কাজের চল নেই। সেই রকমই এক পরিস্থিতিতে কমলা ফিল্ম প্রোডাকসনের প্রযোজনায় আসতে চলেছে পরিচালক শঙ্কর রায়ের ছবি ‘রাজার কীর্তি’।
আরও পড়ুনঃ ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র মঞ্চে হাসির রাজা আসরানি
যৌথ পরিবার, শিশু মনস্তত্ব ও সাইবার ক্রাইমকে ঘিরে এই ছবির কাহিনি, যেখানে দত্ত বাড়ির কর্তা রমেশ চন্দ্র দত্ত ও মায়া দত্তের তিন সন্তান। বড় ছেলে মলয় বিদেশে থাকে। মেজ ছেলে রঞ্জন একটা বড় প্রাইভেট ফার্মে চাকরি করে। সে তার স্ত্রী পাপড়ি ও তাদের একমাত্র সন্তান রাজাকে নিয়ে বাবার সংসারেই থাকে।
আরও পড়ুনঃ কাশ্মীর প্রীতিকে বইবন্দি করলেন অভিনেতা ভাস্বর
ছোটছেলে তথাগত একটা অত্যন্ত সামান্য চাকরি করে। ফলে সংসার টানতে চাকরি শেষে টিউশনি পড়াতে হয়। সুতরাং বোঝাই যাচ্ছে কতখানি পারিবারিক এই ছবি। এর সঙ্গে মিশে থাকে সম্পত্তিকেন্দ্রিক বিষয়। এমনকী মিশে থাকে অপরাধ। সবমিলিয়ে, পারিবারিক জটিলতা, শিশু মনস্তত্ত্ব ও সাইবার ক্রাইমের মতো বিষয় নিয়ে ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রাজার কীর্তি’ ছবিটি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিপ্লব চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, পায়েল, অঙ্কুশ, সায়ন। সঙ্গীত পরিচালনায় সৌমিত্র কুন্ডু। কণ্ঠশিল্পীর তালিকায় রয়েছেন কুমার শানু, রূপঙ্কর, সুজয় ভৌমিক ও চন্দ্রিকা।
বিশ্ব পরিবেশনার দায়িত্বে চ্যানেল বি এন্টারটেইনমেন্ট, বজরং আগরওয়াল ও সুকেশ আগরওয়াল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584