ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। একাধিক রাজ্যে শুধুমাত্র অক্সিজেন না পেয়ে প্রতিদিন মারা যাচ্ছেন শ’য়ে শ’য়ে মানুষ। আর এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে রাজ্যগুলিকে পিএম কেয়ার্স ফান্ডের টাকায় কেনা যে ভেন্টিলেটর কেন্দ্র পাঠাচ্ছে তার বেশিরভাগই ত্রুটিপূর্ণ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে এলো।
সম্প্রতি রাজস্থান সরকারকে কেন্দ্র ১৯০০ ভেন্টিলেটর মেশিন পাঠায়। কিন্তু পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তার অধিকাংশই ত্রুটিপূর্ণ শুধু তাই নয়, এই ভেন্টিলেটরগুলি ব্যবহার করতে গেলে রোগীর প্রাণ বাঁচার পরিবর্তে প্রাণ সংশয়ের আশংকা অনেক বেশি। এমন অভিযোগই তুলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পাশাপাশি বিষয়টির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে দাবিও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ছবি তোলা বা ভিডিওগ্রাফিতে নিষেধাজ্ঞা জারি, কিন্তু কেন!
রাজস্থানের মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেন, কেন্দ্র সরকারের পিএম কেয়ার্স ফান্ড থেকে কোভিড মোকাবিলার জন্য ১,৯০০ ভেন্টিলেটর রাজ্য সরকারকে সরবরাহ করেছে। তবে রাজ্যের বেশ কিছু চিকিৎসক জানিয়েছেন কেন্দ্রের দেওয়া ভেন্টিলেটরগুলিতে অধিকাংশই প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ, যেকারণে এগুলি ব্যবহারের ফলে রোগীরদের প্রাণসংশয় হতে পারে।
বিবৃতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভেন্টিলেটরগুলিতে কি ধরনের ত্রুটি রয়েছে তাও জানিয়েছেন। তিনি বলেন, ভেন্টিলেটরগুলিতে প্রেসার ড্রপের মতো সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যদি টানা এগুলি ব্যবহার করা হয় সেক্ষেত্রে মাত্র ১ থেকে ২ ঘণ্টার মধ্যে হঠাৎ করেই ভেন্টিলেটর বন্ধ হয়ে যায়। পাশাপাশি হঠাৎ করে PIO2 হ্রাস, অক্সিজেনের সেন্সার এবং কমপ্রেসর অক্ষম হয়ে যাওয়ার মতো একাধিক সমস্যা রয়েছে এই ভেন্টিলেটরগুলিতে।
আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তাসের ঘরের মত ধ্বস্ত ‘ব্র্যান্ড মোদি’
কেন্দ্রের পাঠানো ভেন্টিলেটরগুলির এই গুরুতর সমস্যার কথা প্রথম সামনে আনেন উদয়পুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ লখন পোসওয়াল। তিনি গত মাসের ৫ এপ্রিল অনুষ্ঠিত কোভিড পর্যালোচনা সভায় ভেন্টিলেটরগুলির ত্রুটির বিষয়টি সকলের সামনে তুলে ধরেন। রাজস্থান ছাড়াও ভেন্টিলেটরে গলদ দেখা মিলেছে ভারতের মধ্য প্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং গুজরাটের মতো রাজ্যেও।
কেন্দ্রের পাঠানো ভেন্টিলেটরগুলির সমস্যা সম্পর্কে জানানো হয় কেন্দ্রকে ,একই সঙ্গে দ্রুত সেগুলি সংশোধন করার বিষয়ে রাজ্য সরকার সচিব পর্যায় এবং মন্ত্রিপরিষদ পর্যায় থেকে একটি করে মোট দুটি চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় সরকারকে, জানিয়েছেন অশোক গেহলট ।এরপরে রাজস্থানের সব ভেন্টিলেটরগুলির রক্ষণাবেক্ষণের জন্য, কেন্দ্র নিযুক্ত এক সংস্থা ১১ জন সদস্যের একটি দল পাঠিয়েছে, যারা ভেন্টিলেটরগুলি মেরামত করার কাজ করবে।
আরও পড়ুনঃ ‘ঈদ মোবারক’ জানিয়ে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
তবে রাজস্থান সরকার জানিয়েছে, কাজ করছে মাত্র ৬ জন, যাদের মধ্যে আবার ভেন্টিলেটর ঠিক করবার কাজে একেবারেই অনভিজ্ঞ। করোনার এই পরিস্থিতিতে কেন্দ্র কিভাবে এত দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে সে বিষয়ে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584