নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউ-এ দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি দেখে আম জনতা আশঙ্কায় ভুগছেন লকডাউনের। সংক্রমণের গতিতে রাশ টানতে বহু জায়গায় জারি হয়েছে নাইট কারফিউ এবং সপ্তাহান্তে লকডাউন।
উদ্বেগজনক সংক্রমণ রুখতে এবার কড়া লকডাউনের পথে রাজস্থান সরকার, আজ থেকে আগামী ৩ মে পর্যন্ত কড়া লকডাউন জারি করলো রাজস্থান সরকার।রাজস্থানে গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুধুমাত্র জয়পুরেই আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি, আর গোটা রাজ্যে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ৬৭ হাজার। এই সব দিক বিবেচনা করেই কড়া লকডাউনের সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার।
আরও পড়ুনঃ মোদীকে সরাসরি চিঠি লিখে করোনা প্রতিরোধে সুচিন্তিত পরামর্শ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের
গতকাল সরকারি সূত্রে একথা জানিয়ে কি কি বিষয়ে নিষেধাজ্ঞা থাকবে তা স্পষ্ট করে জানানো হয়েছে। তবে এটিকে লকডাউন বলে উল্লেখ করেছে না রাজস্থান সরকার। বলা হয়েছে রাজ্যজুড়ে ‘জন অনুশাসন পক্ষ’ পালন করা হবে আগামী ৩মে পর্যন্ত।এই দু সপ্তাহ জরুরি পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা চালু থাকবে না। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেরনো যাবে না। সবজি, ফল, দুধ এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পত্র বিক্রি করা যাবে সন্ধে ৭টা পর্যন্ত।
রান্নার গ্যাসের দোকান এবং পেট্রল পাম্প রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে, পরিযায়ী শ্রমিকদের যাতে ফিরে যেতে না হয় নিজের রাজ্যে সেকারণে শিল্পকেন্দ্রগুলি আংশিক খোলা থাকবে। সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের এই লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। গণপরিবহণ চলবে তবে নিয়ন্ত্রিত সংখ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584