বিশ্বব্যাঙ্কে নিযুক্ত রাজীব টোপনো, ডব্লিউ টি ও-তে বহাল বজেন্দ্র নবনীত

0
43

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

বিশ্বব্যাঙ্কে এক্সিকিউটিভ ডিরেক্টরের সিনিয়র অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হলেন রাজীব টোপনো। ২০১৪ সাল থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। ২০০৯ সালে ইউপিএ আমলে ১৯৯৬ ব্যাচের আইএএস গুজরাত ক্যাডার রাজীব টোপনো প্রধানমন্ত্রীর দফতরে প্রথম বহাল হন। নতুন দায়িত্ব পাওয়ার সুবাদে বর্তমানে তাঁকে ওয়াশিংটন ডিসি-তে কর্মরত থাকতে হবে।

WTO and World bank | newsfront.co
কোলাজ চিত্র

অন্যদিকে, বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হল ব্রজেন্দ্র নবনীতকে। প্রধানমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব পদে নিযুক্ত ছিলেন ১৯৯৯ সালের তামিলনাডু ক্যাডার আইএএস ব্রজেন্দ্র নবনীত। ডব্লিউ টি ও-তে নতুন দায়িত্ব পাওয়ার পরে এবার জেনিভার বাসিন্দা হতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ এবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৩ টি উল্কাপিণ্ড

কেন্দ্রীয় প্রশাসনের বিদেশি অ্যাসাইনমেন্ট নিয়োগ প্রক্রিয়া মেনেই এই দুই আমলাকে বহাল করা হয়েছে বলে খবর। এই দুজন ছাড়াও ১৯৯৩ সালের অসম ও মেঘালয় ক্যাডারের আইএএস রবি কোটাকে ওয়াশিংটন ডিসি-তে ভারতীয় দূতাবাসে মিনিস্টার (অর্থনীতি) পদে এবং ২০০৪ সালের ব্যাচের আইএএস অশোক কুমারকে ব্রাসেলসে ভারতীয় দূতাবাসে উপদেষ্টা (শিল্প ও ইঞ্জিনিয়ারিং) পদে নিয়োগ করেছে কেন্দ্রীয় প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here