কালিয়াগঞ্জে ফ্রেন্ডশিপ ফুটবল কাপ চ্যাম্পিয়ন রাজগঞ্জ ফুটবল অ্যাকাডেমি

0
72

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Rajganj football academy champion
নিজস্ব চিত্র

সোমবার কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ্ব ১৭ আন্তঃ অ্যাকাডেমি ফ্রেন্ডশিপ ফুটবল কাপে চ্যাম্পিয়ন হয় জলাইগুড়ি রাজগঞ্জ ফুটবল অ্যাকাডেমি কোচিং ক্যাম্প।রানার্স হয় দক্ষিণ ২৪ পরগনার হাবরা গোষ্ঠ গোপাল একাডেমি।

খেলার দ্বিতীয়ার্ধে জলপাইগুড়ি রাজগঞ্জ ফুটবল একাডেমি দক্ষিণ ২৪ পরগনার হাবরা গোষ্ঠ গোপাল ফুটবল একাডেমিকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে।

খেলায় বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পৌর পিতা কার্তিক চন্দ্র পাল,কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যয়,জেলা পরিষদের সদস্য কমল সরকার এবং বিশিষ্ট অ্যাডভোকেট অমিত সাহা।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়ান গোপাল রায় মেমোরিয়াল

খেলা শেষে বিজয়ীদের হাতে স্বর্গীয় অনুকনা সাহা চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন অমিত সাহা ও কমল সরকার এবং স্বর্গীয় মোমেনা বেওয়া স্মৃতি রানার্স ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক চন্দ্র পাল ও কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত বন্দোপাধ্যায়।

কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ বলেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সমস্ত সদস্যরা এই খেলাকে সাফল্যমন্ডিত করবার জন্য যে ভাবে পরিশ্রম করেছে তাদের তিনি ধন্যবাদ জানান।দুই দিন ব্যাপী খেলায় মোট ৬টি দল অংশ গ্রহন করে রাজ্যের বিভিন্ন স্থান থেকে।ফাইনাল খেলা দেখবার জন্য প্রচুর মানুষের ভীড় হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here