নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বাংলায় শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। জেপি নাড্ডার হাত ধরে শুরু হয় এই যাত্রা। ৯ তারিখ তারা মায়ের কাছে পুজো দিয়ে রথ যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার সেই রথই দেখা গেল গ্রামের পথে। গ্রামের পথ দিয়ে এগিয়ে চলেছে পরিবর্তনের রথ।
বৃহস্পতিবার সেই পরিবর্তনের রথ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গা ঘুরে নয়াগ্রাম হয়ে এসে পৌঁছালো পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে। এদিন কেশিয়াড়ী বাসস্ট্যান্ডে হাজির হয় বিজেপির পরিবর্তন যাত্রার রথ। এদিন ভসরা থেকে বাইক র্যালির মধ্য দিয়ে বিজেপি কর্মীরা কেশিয়াড়ী বাসস্ট্যান্ডে নিয়ে যায় এই রথকে। সেই উপলক্ষ্যে কেশিয়াড়ী বাসস্ট্যান্ডে এক পথ সভারও আয়োজন করা হয়।
এই পথসভায় উপস্থিত হন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান কারী রাজীব ব্যানার্জী, জেলা সভাপতি সমিত দাস,কেশিয়াড়ীর দুই মন্ডল সভাপতি সনাতন দোলাই, যুবজিত পালোই,জেলা কমিটির সদস্য বিনোদ বিহারী মুর্ম্মু সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সদ্য তৃণমূল থেকে আসা রাজীব ব্যানার্জী বলেন,”আমি এখানে রাজনীতির কথা বলতে আসিনি, আমি এখানে কোনো ঝগড়া করতে আসিনি, ঝগড়া করে তারা যারা মানুষের জন্য কাজ করেনি, তাই তারা রাজনৈতিক কুটকাচালির মধ্যে থাকে।” রাস্তাঘাট উন্নয়ন সহ কৃষকদের উন্নয়ন করার লক্ষ্যে কার্যত বিজেপিকে রাজ্যে নিয়ে আসার আহ্বান জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভোট শেষ হতেই মমতা দিদিও জয় শ্রী রাম হয়ে যাবেনঃ অমিত শাহ
বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, যখন আমরা ২০১১ তে ক্ষমতায় এসেছিলাম তখন যা দেনার পরিমাণ ছিল, তার থেকে ১৫০গুণ বেশী এই সরকার ১০ বছরে দেনা করেছে। তিনি বলেন, যে বাংলার স্বপ্ন, স্বামী বিবেকানন্দ দেখেছেন, যে বাংলার স্বপ্ন নেতাজী সুভাষচন্দ্র বসু দেখেছেন, যদি সেই স্বপ্ন সত্যিকারের করতে হয় আমি আপনাদের আবার বলব, ১০ বছর সুযোগ দিয়েছেন, দয়া করে ৫ বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন যদি দেখেন আমরা কাজ করতে পারলাম না, আবার আপনারা পাল্টে দেবেন। পঞ্চায়েত নির্বাচনের পর কয়েক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কেশিয়াড়ীতে পঞ্চায়েত সমিতি গঠন না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন,”বিগত নির্বাচনে প্রমাণ করে দিয়েছি আমি কেমন খেলোয়াড়।
আরও পড়ুনঃ বামেদের মিছিলেও ‘খেলা হবে’ স্লোগান, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহর কলকাতা
প্লেয়ার একই,মাঠ একই, মানুষ জনও একই শুধু জার্সি বদল হয়েছে। সেম মাঠে নামবো আর নতুন জার্সি পরে নামবো। দেখুন খেলে দিতে পারি কিনা।”
এদিন এই পরিবর্তন রথ কেশিয়াড়ী বিধানসভা থেকে দাঁতন বিধানসভা হয়ে নারায়ণগড় বিধানসভায় প্রবেশ করবে বলে জানাযায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584