নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলীয় কর্মীদের পুরোদমে প্রস্তুত থাকার ডাক দিলেন তৃণমূলের পর্যবেক্ষক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কর্মীদের সতর্ক করে রাজীবের সাফ কথা, ঠান্ডা ঘরে বসে রাজনীতি করার দিন আর নেই। আসছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন উন্নয়নের নিরিখে হবে।

এমন একটা শক্তির সাথে আগামীদিনে আমাদের লড়াই, যারা বামফ্রন্টের থেকেও একশো গুন ভয়ঙ্কর।তাই এতদিন ধরে যাঁরা দলকে ব্যবহার করে নিজের মুনাফা করেছেন, ঠিকাদারি করে টাকা কামিয়েছেন, তাঁরা দয়া করে সরে যান।’
একই সঙ্গে ফালাকাটার সভা থেকে রাজীববাবু জানান, ‘আরে নির্বাচনে হেরে গেলে কে আপনাদের সমীহ করবে? তখন কার ছবি দেখিয়ে টাকা তুলবেন? আর মনে মনে কি খোয়াব দেখতে শুরু করেছেন যে, কে কবে কোন চ্যানেলে এক্সিট পোলে আমাদের জিতিয়ে দিল? আত্মতুষ্টির কোনো জায়গা নেই।ওই ধরনের এক্সিট পোলও রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ। আসলে এভাবে আমাদের দলীয় কর্মীদের বিভ্রান্ত করতে চাইছে ওরা।
আরও পড়ুনঃ প্রতিবাদ মিছিলে শামিল হতে গিয়ে পুলিশি বাধার মুখে সায়ন্তন
বিজেপির মত অর্থবল অথবা সোশ্যাল মিডিয়ার বল, কোনো টাই নেই আমাদের। ওই শক্তিতে বিজেপির সাথে লড়া অত্যন্ত কঠিন। যেভাবে সেল্ফি তুলে সোশ্যাল মিডিয়ায় ছবি দেন ঠিক তেমনি মানুষের ঘরে ঘরে গিয়ে ছবি পোস্ট করুন।তবেই তো বুঝব আপনারা দলের অনুগত সৈনিক। হাতে আর সময় নেই। মাত্র দশ দিনের মধ্যে দলের স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে দশ জনের নতুন কোর কমিটি গঠন করতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে বুথ স্তরে। নিয়মিত ভাবে অঞ্চল স্তরে মিটিং করতে হবে।ওই সভা গুলিতে নেতৃত্ব শুনবে, সমর্থকদের বলতে দিতে হবে।’
আরও পড়ুনঃ বাংলাদেশি এক ব্যক্তির মৃতদেহ ঘিরে বিপাকে হাসপাতাল
সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “এই মুহূর্তে জেলার সাংগঠনিক স্তরে অথবা পঞ্চায়েত নির্ভর জনপ্রতিনিধি স্তরে কোনো রকম পরিবর্তন হবে না। এখন আমাদের পাখির চোখ দলের শুদ্ধিকরণ ও নির্বাচনে জেতা।কোনোরকম কোন্দল রেয়াত করা হবে না। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। সামনে কঠিন লড়াই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584