উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বঙ্গ সফর বাতিল হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাই সদ্য তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে নিলেন অমিত শাহ। কলকাতায় পাঠিয়ে দিলেন চ্যাটার্ড প্লেনও। তৃণমূলের দলছুটদের নিয়ে সময় নষ্ট করতে চান না সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব।
সাতসকালেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। আজই বিশেষ চাটার্ড বিমান পাঠিয়ে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। সেখানেই অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সম্ভবত এরপরই বিজপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরেই বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন বনমন্ত্রী।শুধু রাজীব বন্দ্যোপাধ্যায়ই নয়, সম্ভবত তাঁর সঙ্গে ওই একই বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন প্রবীর ঘোষাল , বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীও।
আরও পড়ুনঃ অমিত শাহের পূর্ব ঘোষিত বাংলা সফর বাতিল
শোনা গিয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ই তাঁদের সঙ্গে নিয়ে দিল্লি যেতে চেয়েছেন। যদিও এ বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি বিজেপি। উল্লেখ্য, রাজনৈতিক মহলে বরাবরই সুনাম ছিল রাজীবের। এখনও পর্যন্ত কোনও দুর্নীতির আঁচ লাগেনি তাঁর গায়ে। গত বিধানসভা ভোটে রাজীব ছিলেন ফার্স্ট বয়। তৃণমূল সরকারের সবচেয়ে বেশি ব্যবধানে জেতা মন্ত্রী। ভোটে তাঁর জয়ের ব্যবধান ছিল ১ লক্ষ ৭ হাজারের কিছু বেশি। এ ক্ষেত্রে, রাজীবকে দলে নিয়ে তাঁর ভোট ব্যাঙ্ক টানতে মরিয়া গেরুয়া বাহিনী।
পাশাপাশি তৃণমূলের গতবারের থার্ড বয় ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি ৮১ হাজার ২৩০ ভোটে জয়ী হয়েছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা ছিলই। একের পর এক ঘটনা তা আরও জোরালো করেছে। ২২ জানুয়ারি প্রথমে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর শুক্রবার বিধায়কপদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। জল্পনা ছিল ৩১ জানুয়ারি ডুমুরজলার সভায় মেগা যোগদান মেলাতেই বিজেপিতে যোগদান করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের বেশ কিছু প্রথম সারির নেতা-নেত্রী।
আরও পড়ুনঃ অমিত শাহের সফরের আগেই কলকাতা থেকে উদ্ধার হল দশটি তাজা বোমা
তবে দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় শেষ মুহূর্তে বাতিল হয় অমিত শাহের সফর। যোগদান নিয়ে তৈরি হয় জল্পনা। তবে রাজনৈতিক মহলের একাংশর মতে, রাজীবদের যোগদান নিয়ে আপোস করতে চায়নি বিজেপি। আর সেকারণেই তাঁকে বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।
যদিও যাঁরা আজ যাচ্ছেন না, তাঁদের যোগদানের বিষয়টিও নজরে রেখেছে বিজেপি। দলীয় সূত্রের খবর,পরিকল্পনা করেই তৃণমূল ত্যাগী নেতাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার আগে এই কাজটি চালিয়ে যাচ্ছিলেন বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584