উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
লক্ষ্মীরতনের পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়। বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। শুক্রবার সকালেই ইস্তফাপত্র পাঠিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন ডোমজুড়ের এই বিধায়ক।
এদিন সকালে মেল করে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠান রাজীব। পরে পদত্যাগ পত্র মেলও করে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পাঠান তিনি বলে সূত্রের খবরে জানা গেছে। আজই তাঁর রাজভবনে যাওয়ার কথা রয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করার কথা তাঁর। তাতেই তাঁর বিজেপি-তে যোগ দেওয়ার জল্পনা নতুন করে জোর পেল।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন রাজীব। পদত্যাগের একটি কপি পাঠিয়েছেন রাজ্যপালকেও। সাধারণত কোনও মন্ত্রী পদ ছাড়লে, মুখ্যমন্ত্রীই সে কথা রাজ্যপালকে জানান। কিন্তু এক্ষেত্রে রাজীব নিজেই রাজ্যপালকে বিষয়টি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্ল-র পর এই নিয়ে তিন জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে ইস্তফা দিলেন।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে নতুন দলের ঘোষণা করে রাজনীতিতে পা আব্বাস সিদ্দিকি’র
তবে বেশ কিছু দিন ধরেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছিলেন তিনি। তাঁর মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘এমনটাই প্রত্যাশা করছিলাম আমরা। মন্ত্রিসভার বৈঠকে যাচ্ছিলেন না বেশ কিছু দিন ধরেই। ওঁর বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। দলে থেকেও কোনও কাজ করছিলেন না।’’
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘রাজীব বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তাতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। উনি যে যাবেন তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। ডোমজুড় কেন্দ্রে রাজীবকে বিধায়ক করেছিল তৃণমূলই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584