বলিউডে আবারও শোকের ছায়া, প্রয়াত রাজীব কাপুর

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বলিউডে আবারও শোকের ছায়া। ফের শোকাহত কাপুর পরিবার। প্রয়াত ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই রাজীব কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। নিজের ইনস্টাগ্রাম পেজে এ খবর জানিয়েছেন নীতু কাপুর।

Rajiv Kapoor | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, রাজীব হৃদরোগে আক্রান্ত হওয়ায় দাদা রণধীর কাপুর ইনলাক্স হাসপাতালে নিয়ে যান তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকেরা রাজীব কাপুরকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ বলিউড।

অভিনেতা রণধীর কাপুর সাংবাদিকদের জানিয়েছেন, তিনি তাঁর ছোট ভাই রাজীবকে হারিয়েছেন। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি ভাইকে।

আরও পড়ুনঃ ‘অন্তর্দৃষ্টি’র শুটিঙে গিয়ে উত্তরাখণ্ডে আটকে ঋতুপর্ণা সহ গোটা ইউনিট

১৯৬২ সালের ২৫ আগস্ট জন্ম রাজীব কাপুরের। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবি দিয়ে বলিউডে তাঁর আত্মপ্রকাশ। তিনি জনপ্রিয় হয়ে ওঠেন রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে অভিনয় করে। এরপর ‘আসমান’, ‘লাভার বয়’, ‘হাম তো চলে পরদেশ’-র মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর।

আরও পড়ুনঃ করোনায় প্রয়াত আলোচিত শতবর্ষী ক্যাপ্টেন টম মুর

অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনা ও পরিচালনাও করেছেন তিনি। ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রেম গ্রন্থ’ পরিচালনা করেন রাজীব কাপুর। যদিও সেই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। ১৯৯৯ সালে তাঁর প্রযোজিত শেষ ছবি ‘আ অব লট চলে’।

এরপর আর কোনও ছবি পরিচালনা বা প্রযোজনা করেননি রাজীব কাপুর। চলতি বছরে আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘টুলসাইডস জুনিয়র’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই রজীব কাপুরের অকস্মাৎ প্রয়াণে শোকাহত বলিউড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here