ওয়েবডেস্কঃ
চিটফান্ড কান্ডে অভিযুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কর্মকর্তা রাজীব কুমারকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ও ডিরেক্টরেট অফ ইকনোমিক অফেন্সের দায়িত্ব দিল পশ্চিমবঙ্গ সরকার।এর আগে গত ১৯শে ফেব্রুয়ারি তাঁকে কলকাতার নগরপালের পদ থেকে সরিয়ে সিআইডির অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল পদে বদলি করা হয়। অর্থাৎ শুক্রবার স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তির পর সমান্তরালভাবে রাজ্য পুলিশের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তিনি, যা নজিরবিহীন।
সিবিআই চিটফান্ড মামলায় তাঁকে জেরা করলেও রাজ্য সরকার যে তাঁর পাশে সর্বোতভাবে আছে তা আবার বোঝা গেল।উল্লেখ্য, এসপিএফ গঠনের পরেই তিনি প্রথম যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।
চিটফান্ড মামলায় অভিযুক্ত থাকার অভিযোগে সিবিআই
গত ৩রা ফেব্রুয়ারি তাঁর বাসভবনে হানা দিলে , সিবিআই অফিসারদের পথ আটকে দেয় কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সিবিআইয়ের অপব্যবহারের অভিযোগ তুলে ধর্নায় বসেন । কেন্দ্র রাজ্য বিরোধ চরম আকার নেয়। সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট সিবিআইকে মেঘালয়ের শিলংয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। গত ৯ ই ফেব্রুয়ারি থেকে তাঁকে টানা পাঁচদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584