নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ধ্বনি ভোটে রাজ্যসভায় পাশ আয়ুর্বেদ শিক্ষা ও গবেষণা কেন্দ্র স্থাপনের আয়ুর্বেদ বিল ২০২০। গুজরাটের তিনটি আয়ুর্বেদ কেন্দ্র একসাথে মিলিয়ে একটি জাতীয় আয়ুর্বেদ শিক্ষা ও গবেষণা কেন্দ্র করা হবে। অনেক সাংসদ শুধুমাত্র গুজরাটকে এত গুরুত্ব দেওয়ার বিরোধী মত পোষণ করেছেন, তাঁরা জানান গুজরাট ছাড়াও অন্য অনেক রাজ্য সনাতন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে সমৃদ্ধ।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ শান্তনু সেন ও সিপিআইএম সংসদ কে কে রাজেশ দাবি করেন পশ্চিমবঙ্গ ও কেরালা আয়ুর্বেদ চিকিৎসার গুরুত্বপূর্ণ স্থান। সেসব বাদ দিয়ে শুধু গুজরাটের দিকে দৃষ্টি দেওয়া মানে অন্য রাজ্যগুলির প্রতি বৈমাতৃক আচরণ করা।
আরও পড়ুনঃ ভারতে করোনা টিকা ব্যবসায় আম্বানির সংস্থা
জনতা দলের সাংসদ আর সি পি সিং পরামর্শ দিয়েছেন, সরকারের উচিত একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে, আয়ুর্বেদ চিকিৎসাকে প্রতিটি রাজ্যে ছড়িয়ে দেওয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584