নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এ যেন উলট পুরাণ।সভা করার অনুমতি পেল না তৃণমূল।অনুমতি দিল না রেল।সেই কারনে রাজনাথ সিংয়ের জনসভার স্থলে পালটা সভা করতে পারছেন না রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
আগামী ৮ ফেব্রুয়ারি সভার ডাক দেয় তৃণমূল কংগ্রেস।তৃণমূলের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের।কিন্তু এখন পর্যন্ত সেই সভার অনুমতি দেয় নি রেল।তৃণমুল কংগ্রেস রবীন্দ্রনগর রেলওয়ের মাঠ থেকে মঞ্চ বাঁধার কাজ বন্ধ করে ফালাকাটার ডাক বাংলোর মাঠে এই সভার স্থান পরিবর্তন করেছে।
আরও পড়ুন: অবশেষে মাথাভাঙায় রাজনাথের সভার অনুমতি
ফালাকাটার বিধায়ক অনিল অধিকারি বলেন,”মাঠের জন্য আমরা রেলের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছি।সেই চিঠি রেল গ্রহনও করেছে।কিন্তু সভার একদিন আগে আমাদের অন্য প্রক্রিয়ায় আবেদন করতে বলছে। আমরা বেগতিক বুঝে সভার স্থান পরিবর্তন করেছি।
এই সভা আমরা ফালাকাটার ডাক বাংলোর মাঠে করবো। “উল্লেখ্য ২ ফেব্রুয়ারি ফালাকাটার রবীন্দ্রনগর রেলের মাঠে জনসভা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।বিজেপির সেই সভার একই জায়গায় ৮ ফেব্রুয়ারি পালটা সভার ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584