নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জে গ্রেফতারের পরে ইসলামপুর কোর্টে হাজির হওয়ার পর জামিন পেলেন বিজেপির রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বিচারক তাকে ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন।
যদিও এদিন ইসলামপুর আদালতে অতিরিক্ত মুখ্যবিচারবিভাগীয় বিচারক মহুয়া রায় বসুর এজলাসে রাজুবাবুর জামিনের বিরোধিতা করেছিলেন সরকারি আইনজীবী। পালটা সওয়াল করেন রাজুবাবুর আইনজীবী। ২ পক্ষের সওয়াল জবাব শুনে ১০ হাজার টাকার বন্ডে রাজু বন্দ্যোপাধ্যায়কে জামিন দেন বিচারক।
আরও পড়ুনঃ রায়গঞ্জে গ্রেফতার করে ইসলামপুর কোর্টে পেশ রাজু বন্দ্যোপাধ্যায়কে
জামিনে মুক্তি পেয়ে রাজু বন্দ্যোপাধ্যায় ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “রাজ্যে গণতন্ত্র বলে আর কিছু অবশিষ্ট নেই। তাই তৃণমূলীরাজ চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার দল সাজিয়ে গুছিয়ে শহীদ সমাবেশ করতে পারে। আর বিরোধীরা খুনের বিচার চাইলে গ্রেফতার করে আটকে রাখা হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানুষ এর জবাব দেবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584