নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার বিভিন্ন গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এদিন প্রথমে তিনি বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।এরপর হাতিঘিসায় কোয়ারেন্টাইন সেন্টারের পর তিনি নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। কথা বলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, ‘নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও সাফাই কর্মীর অভাব রয়েছে। এখানে এক্স-রে মেশিন নেই। তিনবছরে ২৭ জন কর্মী অবসর নিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গায় কাউকে নেওয়া হয়নি।
এই সব বিষয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব।’ তিনি আরও বলেন, ‘দুমাসে পশ্চিমবঙ্গে ২৫০ শতাংশ সংক্রমণ বেড়েছে। শুধু মাত্র উওরবঙ্গে ৫০০ শতাংশ সংক্রমণ বেড়েছে। যেসব জিনিস করা দরকার ছিল সেই সব না করে রাজ্য সরকার তথ্য গোপন করতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে এখনও সময় আছে আমাদের কোভিড ১৯ এর সাথে লড়াই করার জন্য।’
আরও পড়ুনঃ পোস্ট অফিসে পরিষেবা স্বাভাবিকের দাবিতে আন্দোলনে বামেরা
সেখান থেকে চলে যান খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল। এরপর সোজা চলে যায় ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পুরো স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন।
এর পাশাপাশি বেশ কিছুক্ষণ কথা বলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। এরপর সাংবাদিকদের বলেন, ‘নকশালবাড়ি,খড়িবাড়ির মতো এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক,স্টাফ ও সাফাই কর্মীর অভাব রয়েছে। গত তিন বছর ধরে কর্মীরা অবসর নিচ্ছেন। কিন্তু এরপরে আর কোন নিয়োগ করা হয়নি। কেন হয়নি সেটাই আমি বুঝতে পারছিনা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584