মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারে এসে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষকে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।
দলীয় কর্মসূচিতে এদিন অংশ নিতে কোচবিহারে এসেছেন রাজু বাবু। এরাজ্যে দলকে চাঙ্গা করতে ঘরে ঘরে পৌঁছবে বিজেপির কর্মী সমর্থকরা। গত ৬ জুলাই থেকে এরাজ্যে সদস্য করনের অভিযানে নেমেছে বিজেপি। আগামী ২৩ থেকে ৩১ জুলাই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে দলের পক্ষ থেকে বলে জানান ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারন সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী এই ৯ দিন বিস্তারক যোজনার মাধ্যমে বুথে বুথে যাবেন দলের নেতা কর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান চলবে।
কোচবিহার জেলায় সাড়ে চার লক্ষ সদস্য সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
এদিন তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সিস্টেমে চলবে না এখানে অস্বচ্ছ মানুষের ঠাঁই নেই। কোনও দুর্নীতিগ্রস্থ মানুষ দল পাল্টে আমাদের দলে এলেও তার বিচার হবে।
এদিন তিনি রাজ্যের উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে একহাত নিয়ে বলেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না উসকানি দেওয়া বন্ধ করুন সেই সঙ্গে তিনি তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, রবি ঘোষ গুণ্ডামি করছে তিনি গুণ্ডামি না ছাড়লে তার কপালে শনি আছে।
রাজ্য বিজেপির নেতার কথায় অবশ্য বিচলিত নন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেন, তৃণমূল কোথাও কখনও গুন্ডা বাজি করেনি মানুষকে সাথে নিয়ে আমরা লড়াই করি। অসভ্যতা ও গুণ্ডামি বিজেপির কাজ, তৃণমূলের নয়।
আরও পড়ুনঃ কোলাঘাটে কাটমানি নিয়ে পোস্টার প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে
এদিকে দিল্লিতে গিয়ে দলে দলে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে ফের রাজ্যে এসে আবার তৃনমূল শিবিরে যোগদানের অভিনব ঘটনার প্রসঙ্গে রাজু বাবু বলেন, প্রান নাশের হুমকি দেওয়াতেই ওই নেতা কর্মীরা তৃণমূল শিবিরে যোগ দিতে বাধ্য হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584