আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী কামাখ্যাগুড়ির রাকেশ

0
29

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Rakesh Sil | newsfront.co
সোনাজয়ী রাকেশ শীল। নিজস্ব চিত্র

আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির বাসিন্দা যুবক রাকেশ শীল শর্মা প্রথম স্থান পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের আবুধাবি শহরে দুবাই বক্সিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়ানশিপটি আয়োজিত হয়েছে।

Rakesh wins gold | newsfront.co
নিজস্ব চিত্র

ওই প্রতিযোগিতার ৬৫ কেজি ওজনের বিভাগে ফাইট করে বক্সিং খেলোয়াড় রাকেশ প্রথম সাথে পেয়ে সোনার পদক জিতে নিয়েছে। রাকেশের এই সাফল্যে কামাখ্যাগুড়ির বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে।রাকেশ দরিদ্র কৃষক পরিবারের ছেলে।

আরও পড়ুনঃ বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী পালন কোচবিহারে

গতবছর হরিয়ানাতে আয়োজিত হওয়া জাতীয় স্তরের বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে রাকেশ এই আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপটিতে অংশ নেবার সুযোগ পেয়েছিল। হরিয়ানা স্কুল গেমস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ওই জাতীয়স্তরের বক্সিং চ্যাম্পিয়ানশিপটি আয়োজিত হয়েছিল।

সুযোগ পাবার পর দুবাইতে যাতায়াত খরচের টাকা জোগাড় করতে গিয়ে রাকেশকে হিমশিম খেতে হয়েছিল। পরে কুমারগ্রাম এবং শামুকতলা প্রেস ক্লাবের তরফ থেকে রাকেশকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছিল।

রাকেশ বলেন, নিজের কিছু জিনিসপত্র বিক্রি করে এবং ধার করে আমি যাতায়াত খরচের টাকা জোগাড় করেছিলাম। কুমারগ্রাম এবং শামুকতলা প্রেস ক্লাবের সদস্যরাও আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে পুরস্কার জিততে পেরে ভালো লাগছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here