ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
২০০৮ সালে একটি সিনেমার শুটিংয়ে তনুশ্রীকে যৌন হেনস্তা করেছিলেন নানা পাটেকর-এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন তনুশ্রী।নানা পাটেকরের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে এমনই দাবি রাখী সাওয়ন্তের।তনুশ্রী অভিযোগ করেছেন সেসময় নানা পাটেকর ইচ্ছাকৃত ভাবে কিছু ঘনিষ্ঠ দৃশ্য তনুশ্রীর সঙ্গে অভিনয় করার জন্য বাধ্য করেছিলেন।তনুশ্রী তার প্রতিবাদ করার নানা গুণ্ডা ডেকে তাঁর গাড়ি ভাঙচুর করান।ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারতেন না তাঁরা।সেই ঘটনার ১০ বছর কেটে গিয়েছে।এই ১০ বছর কেন তনুশ্রী চুপ করে ছিলেন এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাখী।এমনকী তাঁর দাবি ছিল,হর্ন ওকে ফিল্মে যে গানে তনুশ্রীর জায়গায় তিনি কাজ করেছিলেন সেই সব দৃশ্যে একটি বারের জন্যও নানা পাটেকর নাকি তাঁকে স্পর্শ করেননি।সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনছেন তনুশ্রী।১০ বছর ধরে তিনি কোমায় ছিলেন।হঠাৎ জেগে উঠে এইসব বাজে কথা বলতে শুরু করেছেন অভিনেত্রী।রাখী আরও বলেছেন,আমেরিকায় ১০ বছর ধরে থাকতে থাকতে ব্যাঙ্কের সব টাকা শেষ হয়ে গিয়েছে।তাঁর কাছে কোনও কাজও নেই।সে কারণেই এই সব কথা বলে ফের বলিউডে জায়গা পেতে চাইছেন তিনি।রাখী আরোও বলেন ইংরেজিতে দু-একটা কথা বলল আর সবাই তা সত্যি মেনে ওকে সমর্থন করছে।পরে ওই সেটে আমিও কাজ করেছি।ওখানে কেউ নানা পাটেকারের বিরুদ্ধে কোনো কথা বলেনি। এদিকে নানা পাটেকরের বিরুদ্ধে এমন মন্তব্য করায় তনুশ্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন নানা।তার ব্যক্তিগত আইনজীবী এরইমধ্যে আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা যায়।মানহানির মামলা করার ব্যাপারেও ভাবছেন নানা পাটেকর।
আরও পড়ুনঃ লক্ষ্মী পুজোর আগেই বাঙালির মাথায় হাত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584