সাহিত্য ও শিল্প পরিষদ এর উদ্যোগে রাখিবন্ধন,বিজয়া ও ঈদ সম্মিলনী

0
186

বদরুল আলম, আরামবাগ

হুগলি জেলার আরামবাগ সাহিত্য ও শিল্প পরিষদের উদ্যোগে আরামবাগ রবীন্দ্র ভবনে পালন করা হল রাখিবন্ধন, বিজয়া ও ঈদ সম্মিলনী উৎসব । আজকের রাখিবন্ধন, বিজয়া ও ঈদ সম্মিলনী উৎসব এ উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌরপিতা স্বপন নন্দী , বিশিষ্ট শিক্ষাবিদ হাজী সেখ হাসান ইমাম , আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মিদ্দা , হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস এর সম্পাদক সেখ শাহিদ ইমাম , কবি সাধন বারিক , বিশিষ্ট শিশু সাহিত্যিক আশিসবরণ সামন্ত , আরামবাগ মহকুমা গ্রন্থগারের গ্রন্থগারিক বিভানশু দত্ত , জমিয়েত ইসলামী হিন্দ এর আরামবাগের কর্মকর্তা নাজির হোসেন , মদন বারিক সহ আরামবাগের বুদ্ধিজীবী ও সুধী নাগরিক বৃন্দ ।
এই দিন আরামবাগ সাহিত্য ও শিল্প পরিষদের সদস্যরা মিছিল সহযোগে আরামবাগ শহর পরিক্রমা করেন । মিছিল শেষে আরামবাগ রবীন্দ্র ভবনে  রাখিবন্ধন, বিজয়া ও ঈদ সম্মিলনী এর মূূূল অনুষ্ঠান সম্পন্ন হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here