মোহনা বিশ্বাস, কলকাতাঃ
বাঙালিরা ধনী হতেই পারে না। সবসময় দেখা যায় অবাঙালিরাই ধনী ব্যক্তি হন। এই সব কথাকে মিথ্যে প্রমাণিত করে কলকাতা শহরের ধনী ব্যক্তিদের মধ্যে ২৭ তম ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠান করলেন বিখ্যাত নেক্সাস কোম্পানির কর্তা রক্তিম চট্টোপাধ্যায়।
অবাঙালিদের ভিড়ে কলকাতার বাঙালিদের ব্যবসা করা বেশ কঠিন। ব্যবসাতে অবাঙালিদের টেক্কা দিতে হলে বাঙালিকে কেরাণী বিদ্যা ত্যাগ করে চুটিয়ে ব্যবসা ফাঁদতে হবে। তবে অবাঙালি ব্যবসায়ীদের চ্যালেঞ্জ ছুঁড়ে ব্যবসার কাজে এগিয়ে গেছিলেন এক বাঙালি। নাম রক্তিম চট্টোপাধ্যায়।
কলকাতার বুকে বাঙালিকে ব্যবসামুখী করবার পথ দেখাতে নব দিগন্তের উন্মোচন করলেন এই বাঙালি পুঁজিপতি। এবার মহানগরী কলকাতার ধনী ব্যক্তিদের তালিকায় তাঁর নাম উঠে এল। শৈশব থেকেই ব্যবসা নিয়ে নানান পরিকল্পনা করতেন তিনি৷ আজ আবারও সেটাই প্রমাণিত হল।
আরও পড়ুনঃ কলকাতায় সোয়াব টেস্ট বৃদ্ধির উদ্যোগ
তিনি ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত করেছেন। রক্তিম চট্টোপাধ্যয় গরীব মানুষদের জন্য “সেবা সেবক” হাসপাতালও তৈরি করেন। দুঃস্থ মানুষরা যাতে ভালো স্বাস্থ্য পরিষেবা পায়, তার কথা মাথায় রেখেই এই হাসপাতাল তৈরি করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584