শ্যামল রায়, বর্ধমান:-
বুধবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দিকে দিকে শান্তির বার্তা পৌঁছে দিতে এক বিশাল বড় মিছিল করল বর্ধমান চেম্বার অব ট্রেডার্স । এদিন মিছিলটি শুরু হয় পার্কসার্কাস রোড থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে শেষ হয় কার্জন গেটে ।
মিছিল করার উদ্দেশ্য যে একটা শক্তি দীর্ঘদিন ধরে রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা চক্রান্ত শুরু করেছে। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে মানুষ যাতে দ্বিধা-বিভক্ত না হয় মানুষ মানুষের মধ্যে ভাগ করার যে চক্রান্ত শুরু হয়েছে তারই বিরোধিতা করে এই মিছিলে শান্তির বার্তা নিয়ে স্লোগান তোলেন উপস্থিত ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সমিতির সম্পাদক চন্দ্রবিজয় জাদু জানিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জেলার বিভিন্ন জায়গায় একটা চক্র অশান্ত করে তুলছে এলাকা। তিনি আরও বলেন,”আমরা বলতে চাই জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সমস্ত মানুষ ভাই ভাই হিসাবে মেলবন্ধনে মধ্যে দিয়ে বসবাস করুক এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584