মাদ্রাসা বোর্ডের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এবার পথে নামল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া

0
109

নিউজ ফ্রন্ট ,মুর্শিদাবাদ :

মাদ্রাসা উত্তীর্ণ ছাত্রছাত্রীরা মাধ্যমিক সমতুল্য নয় অভিযোগে  কেন্দ্রীয় সরকারের গ্রামীণ ডাক সেবক পরীক্ষায় আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে । এই জন্য আবেদনকারীদের হয়রানীর স্বীকার হচ্ছে এবং তারা বিভিন্ন মহলের দ্বারস্থ  হয়েছে ।আবার, সমগ্ৰ মাদ্রাসা ব্যাবস্থা ঘিরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা ঘিরে মুসলিম জনমানষে ক্ষোভের সঞ্চার সৃষ্ঠি হচ্ছে ।

মাদ্রাসা বোর্ড নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আজ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে মুর্শিদাবাদের ইসলামপুরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ।মিছিলটি ইসলামপুর জলট্যাঙ্ক থেকে শুরু হয় এবং বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় ।
ইসলামপুর বাসস্ট্যান্ডে বক্তব্য রাখতে গিয়ে বলেন , পপুলার ফ্রন্টের দায়িত্বশীল হাকিকুল ইসলাম বলেন , মাদ্রাসা উত্তীর্ণ ছাত্রছাত্রীরা মাধ্যমিক সমতুল্য নয় বলে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ ডাক সেবক পরীক্ষায় আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করার মধ্যে দিয়ে সরকার মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে ।এই নিয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ।পাশাপাশি আলীগড়ে ছাত্রদের উপর  হামলারও তীব্র নিন্দা জানান ।
এছাড়াও উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ডোমকল মহকুমার সম্পাদক মেকাইল সেখ ,ইসলামপুর এরিয়া সভাপতি আবুল কাশেম ,সম্পাদক এফ ডাব্লু সেলিম ,হাফিজুল ইসলাম ,সেলিম মন্ডল সহ অন্যান্যরা ।
মিছিলে সামিল আন্দোলনকারীরা দেশজুড়ে আসিফা ও দেশজুড়ে গণধর্ষণকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here