নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দিল্লির জেএনইউ-তে ফি বৃদ্ধি বিরোধী আন্দোলনে এবিভিপি ও বিজেপির গুণ্ডাবাহিনীর ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় পথে নামল তৃণমূল। অভিযোগ রাতের অন্ধকারে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে, অবিলম্বে তাদের শাস্তির দাবিতে মিছিল।

এদিন এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পথে নামেন। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তপন কুমার ঘোড়া, জেলা সহ-সভাপতি রাজিব কুণ্ডু, মেন্টর অসিত ব্যানার্জি সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন জেলা তৃণমূল যুব সভাপতি সংগ্রাম কুমার দোলাই জানান আমরা এই ছাত্র ছাত্রীর উপর রাতের অন্ধকারে যে হামলা চলেছে তার তীব্র ধিক্কার জানাই। এছাড়াও কেন্দ্রীয় সরকারের যে নাগরিকত্ব বিলের নামে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে গোটা রাজ্যকে তার তীব্র প্রতিবাদ জানিয়ে এই মিছিল। গোটা কোলাঘাট এলাকা প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584